Thank you for trying Sticky AMP!!

কেরানীগঞ্জে গাড়ির ধাক্কায় আহত দুই শিশুর একজন মারা গেছে

ঢাকার কেরানীগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় আহত অজ্ঞাতনামা দুই শিশুর একটি মারা গেছে। আজ শনিবার বিকেল পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়।

এর আগে গতকাল শুক্রবার রাতে জনি ও উজ্জ্বল নামের দুই যুবক আহত দুই শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

জনি ও উজ্জ্বলের বরাতে ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় বিআরটিএর সামনে একটি পাজেরো গাড়ি পথচারী ওই দুই শিশুকে ধাক্কা দেয়। এতে শিশু দুটি মারাত্মক জখম হয়। পরে প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের মধ্যে ওই দুই যুবক তাঁদের ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। শিশু দুটির বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে হবে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চুর মিয়া বলেন, শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিশু দুটির পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। গাড়িটি জব্দ করা রয়েছে। গাড়ির মালিককেও খোঁজা হচ্ছে।