Thank you for trying Sticky AMP!!

কেয়া গ্রুপের দাবি, হাইড্রোজেন পার–অক্সাইড আমদানি করেনি তারা

চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরে গত ৬ জুন নিলামে তোলা হাইড্রোজেন পার–অক্সাইডের চালানটি কেয়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কেয়া নিট কম্পোজিট লিমিটেড আমদানি করেনি বলে দাবি করেছে। বুধবার কেয়া গ্রুপ থেকে পাঠানো এক প্রতিবাদপত্রে এ দাবি জানানো হয়।

গত ৬ জুন প্রথম আলোতে হাইড্রোজেন পার–অক্সাইডের নিলাম নিয়ে দুটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে আমদানিকারক হিসেবে কেয়া নিট কম্পোজিট লিমিটেডের নাম উল্লেখ করা হয়।

কেয়া গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আল মাসুদ কামালের সই করা প্রতিবাদলিপিতে বলা হয়, কেয়া নিট কম্পোজিট লিমিটেড হাইড্রোজেন পার–অক্সাইডের এই চালানটি আমদানির জন্য ঋণপত্র খোলেনি। দুই বছর আগে চিঠি দিয়ে কাস্টমস কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশের কারণে ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার কথা জানানো হয় প্রতিবাদপত্রে।

প্রতিবেদকের বক্তব্য

কাস্টমস কর্তৃপক্ষ নিলামের যে ক্যাটালগ প্রকাশ করেছে সেখানে আমদানিকারক হিসেবে কেয়া নিট কম্পোজিট লিমিটেডের নাম উল্লেখ করা আছে। প্রথম আলো ক্যাটালগ থেকে প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করেছে।

Also Read: নিলামে হাইড্রোজেন পার–অক্সাইডের দর উঠল পাঁচ লাখ