Thank you for trying Sticky AMP!!

কোটা বহালের দাবিতে বিক্ষোভ

মন্ত্রিপরিষদের নেওয়া কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে আজ বৃহস্পতিবার সকালে শাহবাগের মোড়ে অবস্থান নেন ৫০ থেকে ৬০ জন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধা প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। গতকাল বুধবার রাত থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তাঁরা সেখানে অবস্থান করছেন। অবরোধে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে তাঁরা সড়কে অবস্থান নেন।
মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা ছাড়াও আরও কয়েকটি দাবিতে তাঁরা স্লোগান দিচ্ছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মন্ত্রিপরিষদের নেওয়া কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন তাঁরা।
শাহবাগ মোড় অবরোধ করায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।