Thank you for trying Sticky AMP!!

গাজীপুরে নতুন করে ১০২ জন করোনার সংক্রমণ শনাক্ত

গাজীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ এ (করোনাভাইরাস) আক্রান্তের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০২ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ১৮৯ জনে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে ওই পাওয়া গেছে।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০২ জন। তাঁদের মধ্যে গাজীপুর সদরে ৪১ জন, শ্রীপুর উপজেলায় ৩৪ জন, কালিয়াকৈরে ৬ জন, কালীগঞ্জে ১৯ জন, কাপাসিয়ায় ২ জন। এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ১৮৯ জনে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ২ হাজার ১ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৭৪ জন, শ্রীপুর উপজেলায় ৩৪৪, কালীগঞ্জে ২৭৬, কাপাসিয়াতে ১৯৪জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান প্রথম আলোকে বলেন, গাজীপুর জেলা সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬২৩ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জন করোনা পজিটিভ হয়েছেন। গাজীপুর থেকে এ পর্যন্ত ২২ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ হয়েছেন ৩ হাজার ১৮৯ জন।