Thank you for trying Sticky AMP!!

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস

>গ্যাস সিলিন্ডারের সঙ্গেই সাধারণ মানুষের বসবাস। সিলিন্ডারের কারণে পদে পদে বিপদ থাকা সত্ত্বেও অনেকেই তা নিয়ে সচেতন নন। বিপজ্জনক সিলিন্ডার ব্যবহার ও পরিবহনে সাবধানতার অভাব রয়েছে। আর এ কারণে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার ত্রুটিপূর্ণ হলেও দুর্ঘটনা ঘটে। ত্রুটিপূর্ণ সিলিন্ডার বোমার মতো—যেকোনো সময় ডেকে আনতে পারে মৃত্যু। ছবিগুলো রোববারের।
এভাবেই জনবহুল এলাকা দিয়ে অরক্ষিত সিলিন্ডার নিয়ে যাওয়া অনিরাপদ। কাকরাইল এলাকার চিত্র।
কারওয়ান বাজার এলাকার চিত্র। যাত্রীবাহী মাইক্রোবাসের আসনের নিচে গ্যাস সিলিন্ডার।
আগাসাদেক রোডে সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ব্যবহৃত হচ্ছে গ্যাস সিলিন্ডার। ।
সরু গলিতে ফেলে রাখা হয়েছে রেস্তোরাঁর একাধিক গ্যাস সিলিন্ডার। বংশালের আলাউদ্দিন রোডে।
অলিগলিতে গড়ে উঠেছে এলপিজি সিলিন্ডারের দোকান। বংশালের মাজেদ সরদার রোডের চিত্র।
ফুটপাতের ওপর রেখেই মেরামত ও রিফিল করা হয় সিলিন্ডার। বড় মগবাজারে।
সাতরওজায় চায়ের দোকানে অরক্ষিত গ্যাস সিলিন্ডার। পাশে একজন সিগারেট ফুঁকছেন।