নিরাপদ সড়ক এবং বাস চাপায় শিক্ষার্থীদের হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে নগরের দুই নম্বর গেট মোড়, ওয়াসা মোড়, এ কে খান মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সরকারি সিদ্ধান্তে স্কুল-কলেজ বন্ধ থাকলেও স্বতঃস্ফূর্তভাবে নগরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে এসেছে। বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বিভিন্ন গাড়ির লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করছে।
নগরের দুই নম্বর গেট এলাকায় পুলিশের একটি গাড়ি আটক করে রাখে শিক্ষার্থীরা।