Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে আগুনে প্রাণ গেল দাদা-নাতির

চট্টগ্রাম নগরের ইস্পাহানি সি গেট এলাকার আজিমনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক প্রতিবন্ধীসহ দুজনের মৃত্যু হয়েছে। ছবিটি শুক্রবার রাত সাড়ে ৯টায় তোলা। চট্টগ্রাম, ১৪ আগস্ট। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার এ কে খান এলাকায় একটি বস্তিতে আগুনে পুড়ে দাদা ও নাতি মারা গেছেন। আজ শুক্রবার রাতে এ কে খান আজম রোডের রেল বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে প্রায় ৩০টি এক কক্ষবিশিষ্ট ঘর পুড়ে গেছে। আজ সন্ধ্যা সাতটার দিকে আজম বস্তিতে এই আগুন লাগে।

দগ্ধ হয়ে মারা যাওয়া দুজন হলেন আবু তাহের (৬৫) ও তাঁর নাতি মো. রাশেদ। আবু তাহের শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

চট্টগ্রাম নগরের ইস্পাহানি সি গেট এলাকার আজিমনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক প্রতিবন্ধীসহ দুজনের মৃত্যু হয়েছে। ছবিটি শুক্রবার রাত সাড়ে ৯টায় তোলা। চট্টগ্রাম, ১৪ আগস্ট। ছবি: জুয়েল শীল

ফায়ার সার্ভিস জানায়, তারা সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুনের খবর পায়। দুটি স্টেশনের নয়টি গাড়ি আগুন নেভাতে কাজ করে। আগুন লাগার কারণ জানা যায়নি।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, আগুনে পুড়ে দুজন মারা যায়। তারা সম্পর্কে দাদা-নাতি। আরও মরদেহ আছে কিনা কিংবা হাসপাতালে আহত অবস্থায় কেউ গেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

রাত পৌনে নয়টার দিকে আগুন নেভানো হয়। এরপর ক্ষয়ক্ষতি নিরূপণের সময় দুজনের মরদেহ পাওয়া যায়।