Thank you for trying Sticky AMP!!

চলন্তিকা বস্তিতে আবার আগুন, ১৫০ ঘর পুড়েছে

আগুন। প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে আবার আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দেড় শ ঘর পুড়ে গেছে। একজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণহানি ঘটেনি।

এই নিয়ে এই বস্তিতে গত পাঁচ মাসে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে গত বছরের ১৬ আগস্ট এই বস্তিতে আগুন লেগেছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, আজ ভোররাত সোয়া চারটার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। আগুন নেভাতে কাজ শুরু করে তারা। দুই ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।