Thank you for trying Sticky AMP!!

চাঁদপুরে সেনাবাহিনীর বিনা মূল্যের ঈদবাজার

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য ঈদবাজারের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী ৪৪ পদাতিক ব্রিগেড। ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ও অসহায় মানুষের জন্য ঈদবাজার নিয়ে বসেছে বাংলাদেশ সেনাবাহিনী ৪৪ পদাতিক ব্রিগেড। আজ শনিবার সকাল থেকে চাঁদপুর স্টেডিয়ামে বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে আয়োজন করা হয় এই ঈদবাজারের। সঙ্গে ছিল বাচ্চাদের জন্য নতুন জামা।

সামাজিক দূরত্ব বজায় রেখে বিনা মূল্যে নিম্ন আয়ের বিভিন্ন পেশার তিন শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, লবণ, তেল, মসলা, সবজি, সাবান, বাচ্চাদের নতুন জামাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য প্রদান করা হয়। এ সময় কুমিল্লা ক্যান্টনমেন্টের ৩ বিআইআরের অধিনায়ক মেজর মো. খায়রুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেজর খায়রুল ইসলাম বলেন, ‘আমরা করোনাভাইরাস সংক্রমণরোধে শুরু থেকে কাজ করে যাচ্ছি। আসন্ন ঈদ উপলক্ষে কর্মহীন মানুষের জন্য আমাদের সাধ্য অনুযায়ী ঈদ বাজারের ব্যবস্থা করেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের বাজারের সব সবজি সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে কিনে আনা হয়েছে। যাতে তাঁরাও কিছুটা লাভবান হন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যদি কিছু মানুষের মুখে হাসি ফোটে, তাহলেই আমাদের এই কষ্ট সার্থক হবে।’