বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ

চাল আমদানিতে সমঝোতা চুক্তি

আগামী পাঁচ বছরে ১০ লাখ টন চাল আমদানির জন্য কম্বোডিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। কম্বোডিয়ার রাজধানী নমপেনে বাংলাদেশের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী প্যান সোরাকাসের মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির আওতায় বাংলাদেশ এ বছর আড়াই লাখ টন চাল আমদানি করবে বলে জানান কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী। চুক্তি অনুযায়ী, আগামী এক বছরে ২ লাখ টন আতপ ও ৫০ হাজার টন আধা সেদ্ধ চাল আনা হবে। নিউ দিল্লি টাইমস