ছবিতে কোটা সংস্কার আন্দোলন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রোববার সারা দেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। কেন্দ্রীয়ভাবে বেলা দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তা দিয়ে বের হয়ে রাজু স্মৃতি ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তাঁরা। রাত পৌনে আটটার দিকে আন্দোলনকারীদের লাঠিপেটা করে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে শাহবাগ মোড়ে পৌঁছান আন্দোলনকারীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে শাহবাগ মোড়ে পৌঁছান আন্দোলনকারীরা
রাত আটটার দিকের ছবি। শাহবাগ মোড়ের সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা।
রাতে সড়কে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড।
অবস্থান নেওয়ার কারণে শাহবাগ মোড়ের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের অ্যাকশন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে আন্দোলনকারীদের আটক করে পুলিশ।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ সারা দেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। শাহবাগ, ঢাকা, ৮ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
জলকামান থেকে আন্দোলনকারীদের দিকে পানি ছোড়া হচ্ছে। এগিয়ে যাচ্ছে পুলিশ।
একের পর এক কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে পুলিশ।