Thank you for trying Sticky AMP!!

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী দীপন হত্যায় তদন্ত প্রতিবেদন ৩ জুলাই

ফয়সল আরেফিন দীপন। প্রথম আলো ফাইল ছবি।

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় আগামী ৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী ৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

২০১৫ সালের ৩১ নভেম্বর ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

দীপনের স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় হত্যা মামলা করেন। আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম। তিনজনই কারাগারে রয়েছেন।