Thank you for trying Sticky AMP!!

জুরাইন রেলগেট ভয়ংকর

রাজধানীর ঝুঁকিপূর্ণ রেলগেটগুলোর একটি জুরাইন রেলগেট। ঝুঁকিপূর্ণ হওয়ার প্রধান কারণ, এই রেললাইনের দুই পাশে রয়েছে অবৈধ বাজার। মাঝেমধ্যে উচ্ছেদ অভিযানের নামে কিছু দোকানপাট ভেঙে ফেলা হয়, কিন্তু কিছুদিন পরই আগের অবস্থায় ফিরে আসে। ঢাকা-নারায়ণগঞ্জ পথে রেললাইনের গা ঘেঁষে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। রেলগেট এলাকায় যান চলাচলেও নেই কোনো শৃঙ্খলা। পথচারীরাও অসচেতনভাবে রেললাইনের ওপর দিয়ে চলাচল করেন। ছবির মাধ্যমে জুরাইন রেলগেট এলাকার চিত্র তুলে ধরা হলো। ছবিগুলো মঙ্গলবারের।

রেললাইনের একাংশজুড়ে বাজার। অন্যদিকে চলছে নির্মাণকাজ। বিশৃঙ্খলভাবে চলছে যানবাহন।
দুই পাশের বাজারের মধ্য দিয়ে ধেয়ে আসছে ট্রেন।
ট্রেন আসছে। যানবাহন থামাতে ব্যবহার করা হচ্ছে বাঁশ।
রেলপথ দিয়ে ইউটার্ন নিচ্ছেন মোটরসাইকেলচালকেরা।
কাদা-জলে সয়লাব রেলগেট এলাকা। ধীর গতিতে চলছে যানবাহন।
রেললাইন দিয়ে হাঁটছেন পথচারীরা।