Thank you for trying Sticky AMP!!

টঙ্গীতে আগুনে পুড়ল ২৫ দোকান

আগুন। প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুট কাপড়ের গুদামে আজ বৃহস্পতিবার আগুন লাগার ঘটনায় প্রায় ২৫টি দোকান পুড়ে গেছে। ভোর পাঁচটার দিকে টঙ্গীর মিলগেট এলাকার মিলবাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ একটি বিকট আওয়াজ হয়। তাঁরা ঘর থেকে বের হয়ে দেখেন ঝুট কাপড়ের গুদামে আগুন জ্বলছে। ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। পরে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে সেখানকার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এনামুল নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘ঝুট গুদামের পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে বিকট আওয়াজ হয়। সেখান থেকে আগুনের ফুলকি ঝুটের গুদামে পড়লে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে অন্যান্য গুদামে। এ সময় আমরা আগুনের ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিসে খবর দিই।’

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছান। এর মধ্যে টঙ্গীর চারটি ও রাজধানী উত্তরার তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আতিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে সাড়ে পাঁচটার দিকে আসি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের (ফায়ার সার্ভিসের) দুজন কর্মী আহত হন। হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’

সকাল পৌনে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তখনো গুদামে অল্প আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করছেন। কয়েকজন গুদামের মালিক অবশিষ্ট মালামাল সরিয়ে নিচ্ছেন।

পুড়ে যাওয়া একটি দোকানের মালিক মো. জামাল বলেন, ‘এখানে আগেও কয়েকবার বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটেছে। এ নিয়ে একাধিকবার বিদ্যুৎ অফিস জানানোর পরও কোনো কাজ হয়নি। তা ছাড়া রাস্তা বন্ধ করে ট্রাক স্ট্যান্ড করায় ফায়ার সার্ভিসের কর্মীরাও সময়মতো আসতে পারেনি। আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেল।’