ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন রোগীদের মধ্যে একজন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী (৩২)। তিনি আক্রান্ত হওয়ায় জেলায় এই প্রথম স্বাস্থ্যবিভাগের কোনো কর্মীর করোনা শনাক্ত হলো।
গতকাল শুক্রবার রাত নয়টার দিকে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই পরিচ্ছন্নতাকর্মী করোনা আইসোলেশন ইউনিটসহ গোটা হাসপতালের পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলেন। তাঁর করোনা উপসর্গ দেখা দিলে গত ১৩ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল রাতে পরীক্ষার প্রতিবেদন আসে। এতে ওই পরিচ্ছন্নতাকর্মীর করোনা 'পজিটিভ' এসেছে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে আছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো.আসাদুজ্জামান বলেন, হাসপাতালের পরীচ্ছন্নতাকর্মীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। ওই পরীচ্ছন্নতাকর্মী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীর মাধ্যমে, না বাইরের কারও দ্বারা সংক্রমিত হয়েছেন; তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, আইসোলেশন ইউনিট পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সংক্রমিত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল করিম বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সংক্রমিত হওয়ায় হরিপুর উপজেলায় কমিউনিটি ট্রান্সমিশন দেখা দিয়েছে, তা এখন আর অস্বীকার করা যাবে না। তাই অযথা বাইরে ঘোরাঘুরি না করে সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় হাসপাতালের ওই পরিচ্ছন্নতাকর্মী ছাড়াও ১১ ব্যক্তির দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। চিকিৎসা নেওয়ার পর তাদের সাতজনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর জেলায় মোট ২৮ জন কোভিড–১৯ রোগীর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।