Thank you for trying Sticky AMP!!

ঢাকায় সাদেক হোসেন খোকার চার দফা জানাজা হবে

সাদেক হোসেন খোকা। ফাইল ছবি

বিএনপির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জানাজা ঢাকায় চারটি স্থানে অনুষ্ঠিত হবে। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আজ মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, বৃহস্পতিবার সকালে খোকার মরদেহ দেশে আসার কথা। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা হবে। দুপুর ১২টা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে। বাদ জোহর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর জানাজা হবে। বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের সামনে তাঁর জানাজা হবে। পরে তাঁর মরদেহ গোপীবাগের বাসায় নেওয়া হবে। সেখান থেকে ধূপখোলা মাঠে নেওয়ার পর তাঁর শেষ দফা জানাজা হবে। পরে তাঁকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রথম জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বস্তরের বাংলাদেশি মানুষ অংশ নিয়েছেন। জানাজা শেষে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

বাংলাদেশ সময় বুধবার সকালে সাদেক হোসেন খোকার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে তাঁর পরিবার। বৃহস্পতিবার সকালে তাদের ঢাকায় পৌঁছার কথা।

সাদেক হোসেন খোকা গতকাল সোমবার বেলা দুইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্যানসারে আক্রান্ত সাদেক হোসেন প্রায় পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে নির্বাসিত ছিলেন।