Thank you for trying Sticky AMP!!

তৈরি হচ্ছে টুপি

>

টুপির চাহিদা রয়েছে বছরজুড়ে। ঈদ সামনে রেখে অনেকেই কেনেন নতুন টুপি। ঈদের এই চাহিদাকে সামনে রেখে বগুড়ার ২০ গ্রামে টুপি তৈরির ধুম পড়ে গেছে। ধুনট উপজেলার নিমগাছি, মথুরাপাড়া, পেঁচিবাড়ি, বথুয়াবাড়ি, রাঙামাটিসহ আশপাশের গ্রামগুলোর নারীরা কুশি-কাঁটায় সুতার কারুকাজে নানা নকশার নানা বর্ণের টুপি তৈরি করছেন। স্থানীয় বাজারে এসব টুপির চাহিদা ব্যাপক। তাই নারীর হাতে দুটো পয়সাও আসছে। 

বাড়ির উঠানে বসে টুপি বোনায় ব্যস্ত মাবিয়া খাতুন। ঘরকন্নার কাজের অবসরে টুপি তৈরি করেন তিনি
টুপিপ্রতি মজুরি ২৫ টাকা
টুপি তৈরির সুতা
টুপি তৈরি করছেন গোলশানআরা ও মাবিয়া খাতুন
কুশি-কাঁটায় ফুটে উঠছে সূক্ষ্ম কারুকাজ
একসঙ্গে কয়েকজোড়া হাতটুপি বোনায় ব্যস্ত
সাইকেলে চেপে টুপি বিক্রির জন্য বেরিয়েছেন শিপন প্রামাণিক
শহরের দোকানে বিক্রির পসরায় সাজানো গ্রামীণ নারীদের হাতে তৈরি টুপি