দুই কিমি সড়ক যেতেই নাভিশ্বাস

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী মোড় পার হয়ে মাওয়ার দিকে যেতে নাভিশ্বাস ওঠে যাত্রী আর চালকদের। চুনকুটিয়া থেকে মাওয়া মহাসড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা উঁচু-নিচু আর খানাখন্দে জমে আছে বৃষ্টির পানি। পদ্মা সেতু প্রকল্পের সড়কের উন্নয়নমূলক কাজের জন্য তৈরি হচ্ছে উড়ালসড়ক, তারই নিচে সড়কের এই অবস্থা দীর্ঘদিনের। স্থানীয় লোকজন জানান, রাস্তাটির এ রকম বেহাল দশায় তাঁদের ভোগান্তি চরমে। ছোট-বড় গর্তে ভরা এ সড়কে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ছবিগুলো শুক্রবার বিকেলে তোলা।
সড়ক ডুবে আছে বৃষ্টির পানি জমে
সড়ক ডুবে আছে বৃষ্টির পানি জমে
খানাখন্দে ভরা সড়কে যেন চলা দায়!
মোটরসাইকেলচালকদের জন্য এ সড়ক যেন আতঙ্কের নাম
মাঝসড়কে বড় গর্ত, তাই যেতে হচ্ছে একপাশ ঘেঁষে
দুই সন্তানকে নিয়ে আতঙ্কে রাস্তা পার হচ্ছেন এক বাবা
বেহাল দশায় চলাচলকারীদের ভোগান্তি চরমে
ছোট-বড় গর্তে ভরা এ সড়কে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা