Thank you for trying Sticky AMP!!

নতুন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

খন্দকার আনোয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিপরিষদ সচিব হতে যাচ্ছেন বর্তমান সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বর্তমানে চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ শফিউল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

শফিউল আলম বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান।


মোহাম্মদ শফিউল আলম ২০১৫ সালের অক্টোবর থেকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব হতে যাওয়া খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। এরপর ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে এবং ২০১৭ সালের ১৩ জুলাই জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি পান। তাঁর স্ত্রী কামরুন নাহার বর্তমানে মহিলা ও শিশুবিষয়ক সচিব। এর আগে তিনি সরকারের প্রধান তথ্য কর্মকর্তা ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, বিষয়টি চূড়ান্ত হতে দুই মাসের মতো লাগবে। তবে বিষয়টি সত্য।