Thank you for trying Sticky AMP!!

নিক্সন চৌধুরীর জামিন আপিলেও বহাল

ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী

নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় শর্তসাপেক্ষে সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে দেওয়া হাইকোর্টের ৮ সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনে আপিল বিভাগ এই নো-অর্ডার দেন।

চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার হাইকোর্ট ওই মামলায় নিক্সন চৌধুরীকে শর্তসাপেক্ষে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ গতকাল বুধবার আবেদন করে। যা আজ শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

Also Read: ‘আমি নিক্সন চৌধুরীর লোক’

অন্যদিকে নিক্সনের পক্ষে ছিলেন আইনজীবী বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ। পরে সাঈদ আহমেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। চেম্বার আদালত নো-অর্ডার দিয়েছেন। ফলে নিক্সন চৌধুরীকে দেওয়া হাইকোর্টের আগাম জামিন বহাল থাকল।

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এই সাংসদের বিরুদ্ধে গত ১৫ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির করা মামলায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ১০ অক্টোবরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ ও হুমকির অভিযোগ আনা হয়। মামলার বাদী জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। তিনি চরভদ্রাসনের ওই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।

Also Read: ৮ সপ্তাহের আগাম জামিন পেলেন সাংসদ নিক্সন চৌধুরী

Also Read: বক্তব্য ‘সুপার এডিট’ হয়েছে, দাবি নিক্সন চৌধুরীর