Thank you for trying Sticky AMP!!

পদ্মা সেতুর ২৭তম স্প্যান বসল, ৪০৫০ মিটার দৃশ্যমান

প্রথম আলাে ফাইল ছবি

পদ্মা সেতুর ২৭তম স্প্যানটি বসানো হয়েছে। আজ শনিবার সকাল ৯টা ২০ মিনিটে সেতুর পিয়ার-২৭ ও ২৮-এর ওপর স্প্যানটি বসানো হয়। এই স্প্যান বসানোর পর সেতুর ৪ হাজার ৫০ মিটার দৃশ্যমান হয়েছে।

পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুর মোট স্প্যানের সংখ্যা ৪১। এখনো ১৪টি স্প্যান বসানো বাকি আছে। আজ স্প্যানটি যেখানে বসানো হয়েছে, জাজিরা, শরীয়তপুর প্রান্তে সেই পিয়ারে অবস্থিত। স্প্যানটি গতকাল শুক্রবার মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে নিয়ে যাওয়া হয়।

এদিকে পদ্মা সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ৪১টি পিয়ারের কাজ শেষ হয়েছে। বাকি ১টি পিয়ারের (পিয়ার-২৬) কাজ খুব শিগগির শেষ হবে।

এর আগে সবশেষ ১০ মার্চ ২৬তম স্প্যান বসানো হয়েছিল।