Thank you for trying Sticky AMP!!

পবিত্র জুমাতুল বিদা পালিত

সারা দেশে ইবাদত-বন্দেগি ও জিকির-আসকারের মাধ্যমে রমজানের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমাতুল বিদায় অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় ।
প্রতিবছরের মতো এবারও জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ব্যবস্থা করা হয় নামাজের অতিরিক্ত স্থানের। ছবি: প্রথম আলো
দিনটি ইবাদত-বন্দেগি ও জিকির-আসকারের মাধ্যমে মুসলমানরা পালন করেছেন। ছবি: প্রথম আলো
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম কানায় কানায় পূর্ণ হয়ে রাস্তা পর্যন্ত মুসল্লিদের সমাগম হয়। ছবি: প্রথম আলো
জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো
জুমার খুতবায় রমজানের তাৎপর্য ও কোরআন নাজিলসহ ইসলামি জীবন পালন সম্পর্ককে খতিবেরা আলোচনা করেছেন। ছবি: প্রথম আলো
জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ, জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ছবি: প্রথম আলো
জুমাতুল বিদা উপলক্ষে অন্যান্য মসজিদেও চিত্র ছিল একই রকম। রাজধানীর সোবহানবাগ মসজিদের সামনের সড়কে নামাজ আদায় করেন মুসুল্লিরা। ছবি: প্রথম আলো