Thank you for trying Sticky AMP!!

পবিত্র লাইলাতুল মিরাজ ৩ এপ্রিল

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪০ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। ৯ মার্চ শনিবার পবিত্র রজব মাস শুরু হবে। ৩ এপ্রিল (২৬ রজব) বুধবার রাতে পবিত্র লাইলাতুল মিরাজ উদ্‌যাপিত হবে।

ইউএনবির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৯ মার্চ পবিত্র রজব মাস শুরু হবে। আগামী ৩ এপ্রিল (২৬ রজব) রোজ বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল মিরাজ উদ্‌যাপিত হবে।’