Thank you for trying Sticky AMP!!

পাসপোর্ট ছাড়া পাইলট কাতারে: তদন্ত কমিটির প্রতিবেদন জমা

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ফাইল ছবি

পাসপোর্ট ছাড়াই বিমানের এক পাইলট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে কাতারে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন জমা দিয়েছে।

আজ সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

পাসপোর্ট ছাড়াই বিমানের একটি ফ্লাইট নিয়ে কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ। ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রীকে আনার জন্য তিনি গিয়েছিলেন। পাসপোর্ট না থাকায় দোহায় ফজলকে আটকে দেওয়া হয়।

এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ ৭ জুন চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি মন্ত্রিপরিষদ সচিবের কাছে প্রতিবেদন জমা দেয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ইমিগ্রেশনসংক্রান্ত নিয়মকানুনগুলো মেনে চলার সুপারিশ রয়েছে।