Thank you for trying Sticky AMP!!

পাহাড়ি নদীর স্রোতে ভেসে নিখোঁজ

নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি নদী গণেশ্বরীর পানির স্রোতে ভেসে পুতুল ঘাগড়া (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার রাত সাতটার দিকে সীমান্তবর্তী লেংঙ্গুরা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশে এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

নিখোঁজ পুতুল ঘাঘড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের জিনি রিছিলের ছেলে। তিনি পেশায় শ্রমজীবী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পুতুল ঘাগড়া সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে হেঁটে ও সাঁতার কেটে গণেশ্বরী নদী পাড় হয়ে পণ্য কিনতে স্থানীয় একটি মুদির দোকানে যান। সেখান থেকে সাতটার দিকে ফেরার পথে একইভাবে নদী পাড় হতে চাইলে তিনি স্রোতে ভেসে যান। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।

লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার পাশা বলেন, কয়েক দিন ধরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গণেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে নিচু এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে ডুবুরি দল এলে আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে।