Thank you for trying Sticky AMP!!

পাহাড়ি লেবু

>

সিলেট অঞ্চলের পাহাড়-টিলায় বাণিজ্যিকভাবে লেবু চাষ করা হয়। স্থানীয়ভাবে লেবুর চাহিদা মিটিয়ে সিলেট ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নেওয়া হয় এই লেবু। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবুর ফলন সবচেয়ে বেশি হয়। ফলনও বেশ ভালো। পাহাড়-টিলার ভাঁজে ভাঁজে সারা বছরেই লেবুর ফলন হয়। এসব পাহাড়ি লেবু নেওয়া হয় সিলেটসহ দেশের বিভিন্ন বাজারে। বাজারে প্রতি হালি লেবু আকার ভেদে বিক্রি হয় ১০-১৪ টাকায়। সিলেটের সোবহানীঘাট এলাকার ছবির গল্প

লেবু সাজিয়ে রাখা হচ্ছে
বাজারে বিক্রি হচ্ছে লেবু
মান অনুযায়ী লেবু বাজারে বিক্রি হয়
ক্রেতা লেবু পরখ করছেন
লেবু বাছাই চলছে
লেবুরে বাজারে ক্রেতা-বিক্রেতা
বিক্রির পর বিক্রেতার হাতে নগদ টাকা