Thank you for trying Sticky AMP!!

পুনরায় ডাকসু নির্বাচনের দাবি

>পুনরায় ডাকসু নির্বাচনের দাবি উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনকারী পাঁচটি প্যানেল পুনর্নির্বাচন চেয়ে বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয় অভিমুখে স্মারকলিপি নিয়ে যায়। তার আগে প্যানেলের প্রার্থী ও কর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন। একই দাবিতে অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী।
ভোট বর্জনকারী পাঁচটি প্যানেলের প্রার্থী ও কর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করছেন।
অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন এক শিক্ষার্থী।
উপাচার্যের কার্যালয় অভিমুখে মিছিল।
উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।