Thank you for trying Sticky AMP!!

বঙ্গবন্ধু স্মরণে নাইজেরিয়ান শিল্পীর বাংলা গান

নাইজেরিয়ান কণ্ঠশিল্পী প্রিন্সেস বোলা জাইগেদে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি গেয়েছেন নাইজেরিয়ান কণ্ঠশিল্পী প্রিন্সেস বোলা জাইগেদে।

মুজিব বর্ষ উপলক্ষে বাংলায় গানটি গান তিনি। নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ সংগীতের আয়োজন করা হয়।
দেশে বিভিন্ন অনুষ্ঠানে ও দিবসে বাজানো এই গানের গীতিকার হাসান মতিউর রহমান ও সুরকার মলয় কুমার গাঙ্গুলী।

১৯৯০ সালে লেখা গানটির শিল্পী সাবিনা ইয়াসমীন। এ গানের সুবাদে তিন দশক ধরে বঙ্গবন্ধুভক্ত অসংখ্য মানুষের ভালোবাসাও পেয়েছেন তাঁরা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার অংশ হিসেবেই এ গান গাইলেন নাইজেরিয়ান এই শিল্পী।

১০ দিনের এ অনুষ্ঠানের মূল থিম ‘মুজিব চিরন্তন’। তবে বিভিন্ন দিনের অনুষ্ঠানের পৃথক থিম থাকছে। ১৭ মার্চের অনুষ্ঠানের থিম ‘ভেঙেছ দুয়ার এসেছো জ্যোতির্ময়’।

এসব আয়োজনে অংশ নিচ্ছেন মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ভারতের রাষ্ট্র-সরকারপ্রধানেরা।