Thank you for trying Sticky AMP!!

বনবিড়াল ধরার ফাঁদে প্রাণ গেল গৃহবধূর

নওগাঁর রানীনগরে বনবিড়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার মিরাট উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া গৃহবধূর নাম মনোয়ারা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের শুকুর খানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকুর খান দীর্ঘদিন ধরে কবুতর পালন করেন। সম্প্রতি এলাকায় বনবিড়ালের উপদ্রব ব্যাপক বেড়ে গেছে। এতে প্রায় প্রতি রাতেই শুকুরের কবুতরের ঘরে বনবিড়াল হানা দিতে শুরু করে এবং একাধিক কবুতর ধরে নিয়ে যায়। এ জন্য শুকুর বনবিড়াল ধরার জন্য বিদ্যুতের তার দিয়ে বিশেষভাবে একটা ফাঁদ তৈরি করেন। এরপর ফাঁদটি প্রতিরাতেই কবুতরের ঘরে সামনে স্থাপন করে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন। কিন্তু রোববার সকালে বিদ্যুতের সংযোগ বন্ধ না করেই মনোয়ারা কবুতর ছেড়ে দিতে গেলে ফাঁদের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কোনো মামলা করা হয়নি। এ ছাড়া জানাজা শেষে মনোয়ারাকে দাফন করা হয়েছে।