Thank you for trying Sticky AMP!!

বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রমিকদের সমাবেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া একটি পোশাক তৈরির কারখানা চালুর দাবিতে শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকালে সমাবেশ করেছেন।কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানায় শ্রমিক অসন্তোষের জের ধরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ ঘোষণা করে। কারখানা বন্ধ ঘোষণার এক দিন পরই শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকালে কারখানার পশ্চিম পাশে আমবাগানে সমবেত হন। পরে তাঁরা বন্ধ হওয়া কারখানা খুলে দেওয়ার জন্য কর্তৃপেক্ষের কাছে দাবি জানান। পরে শ্রমিকেরা দুপুর পর্যন্ত অবস্থান করে বাড়ি ফিরে যান। কারখানার উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা কাজ বন্ধ করে দেওয়ায় কারখানার মালিক অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ ঘোষণা করেছেন। শ্রমিকেরা যদি সুস্থভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন, তবে কারখানা চালু করা হবে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের (জোন-২) পরিদর্শক আবুল কালাম আজদ বলেন, সকাল থেকেই কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।