Thank you for trying Sticky AMP!!

বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কাঠুরিয়ার মৃত্যু

আবদুস সোবহান

বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুস সোবহান (৫৫)। বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের কাউখালী গ্রামে।

আজ শুক্রবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ট্যপুরা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা খুইশ্যালা মুড়া এলাকায় সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা তাঁর লাশ উদ্ধার করে রাঙ্গুনিয়া কাউখালী গ্রামে নিয়ে আসেন।

বেতাগী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ মো. আবু মনসুর প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো কাঠ কাটতে কর্ণফুলীর পাড় হয়ে খুইশ্যালা মুড়ায় যান দিনমজুর সোবহান। বন্য হাতির তাড়া খেয়ে পায়ের নিচে পড়ে মারা যান তিনি। বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা সোবহানের বাড়িতে আসবেন।

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, ‘খবর পেয়ে লোক পাঠিয়েছি।’

বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হাক্কানি বলেন, বোয়ালখালী এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় হাতি প্রায় সময় লোকালয়ে আসে বলে আমরা খবর পাই। এসব এলাকার মানুষকে সব সময় সতর্ক করা হয়।