Thank you for trying Sticky AMP!!

বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন আজ থেকে নয়: মেয়র আতিকুল

প্রতীকী ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আজ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে লকডাউন হচ্ছে না। সকালে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

জানা গেছে, নির্দেশনার ‘ভুল বোঝাবুঝির’ কারণে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সিদ্ধান্তে গতকাল ওই এলাকায় মাইকিং করে আজ থেকেই লকডাউন হবে বলে ঘোষণা দেওয়া হয়। আকস্মিক এই ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়।

এ পরিস্থিতিতে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হলো, আজ থেকে সেখানে লকডাউন হচ্ছে না।

১ জুন সরকারের উচ্চপর্যায়ের এক সভায় করোনার সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে ভিন্নমাত্রায় এলাকাভিত্তিক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় পরীক্ষামূলকভাবে ঢাকার পূর্ব রাজাবাজারে ৯ জুন দিবাগত রাত থেকে লকডাউন চলছে। এখন লকডাউনের জন্য সুর্নিদিষ্টভাবে ঢাকার অন্য এলাকা চিহ্নিত করার কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে গতকাল বুধবার পর্যন্ত তা সুর্নিদিষ্ট হয়নি।