রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে গতকাল শুক্রবার সকালে বাংলাদেশে ল্যাপারোস্কপিক অস্ত্রোপচারের ২০ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। পথিকৃৎ শল্যচিকিৎসক একই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক সরদার এ নাঈম ও অধ্যাপক হাসিমোতো দাইজোকে সংবর্ধনা দেওয়া হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি অনুষ্ঠানে এ দেশে ল্যাপারোস্কপিক অস্ত্রোপচারে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে হাসিমুতো ও সরদার এ নাঈমের হাতে জেবিএফএইচ ক্রেস্ট তুলে দেন।এ ছাড়া অসংখ্য সংগঠন পুষ্পার্ঘ্য দিয়ে এই মহান দুই চিকিৎসককে বরণ করেন।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবর রহমান ফকির। এ দেশে চিকিৎসাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সরদার এ নাঈম ও হাসিমোতোকে উষ্ণ অভিবাদন জানানো হয়।হাসপতাল সূত্র জানায়, এই ল্যাপারোস্কপিক অস্ত্রোপচারকে ঘিরেই গুলশান থেকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত ২০ হাজার রোগীর সফল ল্যাপারোস্কপিক অস্ত্রোপচার করেছেন অধ্যাপক সরদার এ নাঈম। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন প্রখ্যাত মনোচিকিৎসক মোহিত কামাল। বিজ্ঞপ্তি।