
বিএফইউজে—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আজ রোববার প্রতিনিধি সম্মেলন স্থগিত করা হয়েছে। শনিবার বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এদিকে আকস্মিকভাবে ত্রিবার্ষিক প্রতিনিধি সভা স্থগিত করার নিন্দা জানিয়েছেন বিএফইউজের ফেডারেল নির্বাহী পরিষদের সদস্য ও অঙ্গ ইউনিয়নের নেতারা।
সংগঠনের দপ্তর সম্পাদক বরুন ভৌমিকের সই করা এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। তাতে বলা হয়, বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ গত ৩০ জুলাই শেষ হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব কার প্ররোচনায়, কোনো কারণ না দর্শিয়ে কেন প্রতিনিধি সভা স্থগিত করলেন, তা আমাদের কাছে অজ্ঞাত। এফইসির কোনো সিদ্ধান্ত কোনো কর্মকর্তা এককভাবে বদল বা বাতিল করতে পারেন না।’