Thank you for trying Sticky AMP!!

বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ

ওমর ফারুক ও দীপ আজাদ

বিএফইউজে—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থার উপপ্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক সভাপতি এবং নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ মহাসচিব নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএফইউজের নির্বাচনে ভোট গ্রহণ হয়। রাতে ফল ঘোষণা করা হয়।

সহসভাপতি পদে মধুসূদন মণ্ডল, যুগ্ম মহাসচিব পদে শেখ মামুনুর রশিদ ও দপ্তর সম্পাদক পদে সেবীকা রানী নির্বাচিত হয়েছেন। চারজন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন উম্মুল ওয়ারা সুইটি, উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার ও শেখ নাজমুল হক সৈকত। এ ছাড়া ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে সহসভাপতি, যুগ্ম মহাসচিবসহ কয়েকটি পদে ভোট হয়।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে ১০টি কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার মোট ভোটার ছিল ৩ হাজার ৯৮০ জন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার। নির্বাচনে ভোট পর্যবেক্ষণের জন্য শ্রম অধিদপ্তর থেকেও প্রতিনিধি নিযুক্ত ছিলেন।