Thank you for trying Sticky AMP!!

বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেলেন ২৮৭ প্রবাসী

বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফাইল ছবি

বিশেষ একটি ফ্লাইটে ইতালি ফিরলেন ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি।

আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে করে এই প্রবাসী বাংলাদেশিরা ইতালির রোমের উদ্দেশ্যে রওনা দেন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক ( জনসংযোগ) তাহেরা খন্দকার এ কথা জানান। তিনি বলেন, আজ বেলা সোয়া ১২ টায় বিমানের বিশেষ একটি ফ্লাইটে করে ২৮৭ জন ইতালি প্রবাসী ঢাকা ছাড়েন।

জানা গেছে, করণা ভাইরাসের প্রাদুর্ভাব আগে এই প্রবাসীরা বাংলাদেশে এসেছিলেন। কিন্তু লকডাউনের কারণে তারা আটকা পড়েন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন তারা। এরপর ভাড়া করা বিশেষ ফ্লাইটে করে আজ ২৮৭ ইতালি প্রবাসী ঢাকা ছাড়েন।
এদিকে আজ বিকেল পৌনে ছয়টার দিকে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন ১৫১ জন বাংলাদেশি। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে করে তারা ঢাকায় আসেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ( জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, আজ ফিরে আসা ১৫১ জন বাংলাদেশির মধ্যে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী ছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা তিন মাসেরও বেশি সময় মালয়েশিয়ায় আটকা পড়েছিলেন।