Thank you for trying Sticky AMP!!

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় আসছেন

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ স্কেফার। ছবি: ইউএনবি

বাংলাদেশ সফরে রোববার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ স্কেফার। মূলত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেই তিনি বাংলাদেশে আসছেন।

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বাংলাদেশ সফরের কথা জানানো হয়েছে। গত ১ জুলাই দায়িত্ব গ্রহণের পর হার্টউইগ স্কেফারের এটিই প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তাঁর এই সফরকালে চলতি সপ্তাহেই দক্ষিণ এশিয়ার তাপমাত্রা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার কথা আছে।

রোহিঙ্গাদের জন্য ৪০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে বিশ্বব্যাংকের। ইতিমধ্যে দুই প্রকল্পে সাড়ে সাত কোটি ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক বোর্ড।