বিয়েপাগল আবু তালেব (২৮) সপ্তম বিয়ে করতে চাইলে মা ফুলমন বিবি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে মাকে বেদম পেটান। এ ঘটনায় গ্রামবাসী আবু তালেবকে ধরে থানায় নিয়ে আসেন। পুলিশে সোপর্দের আগমুহূর্তে মা ছুটে আসেন।
ছেলের পক্ষে কথা বলে তাঁকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যান। ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামে।
পারিবারিক সূত্র জানায়, আয়েজ উদ্দিনের ছেলে আবু তালেব গণেশপুর বাজারে ছোট্ট মুদির দোকান করেন। পাঁচ বছরে তিনি ছয়টি বিয়ে করেছেন। এর মধ্যে পাঁচ বউকে তালাক দিয়েছেন। গত শুক্রবার রাতে তিনি সপ্তম বিয়ে করার জন্য বাড়িতে কথা তুললে মা ফুলমন বিবি আর কোনো বিয়ে না করার জন্য বলেন। এ নিয়ে মা-ছেলের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে ছেলে মাকে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকেন। এ ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে আবু তালেবকে ধরে ফেলেন। পরে গতকাল শনিবার তাঁকে থানায় সোপর্দ করার জন্য নিয়ে আসা হয়। পুলিশ যখন আবু তালেবকে থানাহাজতে নিয়ে যাবে, তখন ফুলমন বিবি কান্নায় ভেঙে পড়েন। তিনি ছেলেকে হাজতে দিতে চান না। পরে উপস্থিত লোকজনের সামনে মাকে পেটানোর জন্য ছেলেকে ক্ষমা চাওয়ানো হয়।
ফুলমন বিবি বলেন, ‘হাজার হলেও ছেলে তো। দোষ করেছে সত্য, কিন্তু ওকে হাজুতে দিলে আমারই কষ্ট হবে। এর চেয়ে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করার চেষ্টা করব।’