Thank you for trying Sticky AMP!!

বুড়িগঙ্গায় উদ্ধার অভিযান

>বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় আজ শনিবার দুপুর পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শনিবার চারজনের এবং শুক্রবার একজনের মরদেহ উদ্ধার হয়। এখনো নিখোঁজ আছেন শাহিদা বেগম নামের একজন। তাঁর খোঁজে শনিবার তৃতীয় দিনের মতো নদীতে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ।
উদ্ধার অভিযান চালাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
সকালে উদ্ধার হওয়া দুই বোন মাহি (৬) ও মিম (৮)-এর ছবি মোবাইলে দেখছেন স্বজনেরা।
মেয়ে সাহিদা ও দুই নাতনিকে হারিয়ে আহাজারি করছেন লতা বেগম।
উদ্ধারকাজ চলছে নদীতে। টার্মিনালের পন্টুনে মা লতা বেগম ও বাবা আবদুর রশিদ মেয়ে লাশটা পাবেন সে আশায় বারবার মূর্ছা যান।
শনিবার সকাল সাড়ে সাতটায় বুড়িগঙ্গার বাবু বাজার ব্রিজ এলাকায় ভেসে ওঠে শিশু মীমের (৮) মরদেহ। দুপুর পৌনে ১২টায় ভেসে ওঠে মীমের ছোট বোন মাহির (৬) মরদেহ। এরপর দুপুর সাড়ে ১২টায় ভেসে ওঠে দেলোয়ার (৩৮) ও এর কিছু সময় পর পৌনে একটার দিকে পাওয়া যায় দেলোয়ারের শিশুপুত্র জুনায়েদের (৭) লাশ।