Thank you for trying Sticky AMP!!

বেগুন চাষে কৃষকের ব্যস্ততা

>বছরজুড়ে বেগুন চাষ করা হয়। সব মাটিতেই বেগুন ভালো জন্মে। তবে দোআঁশ, এঁটেল দোআঁশ ও পলিমাটি বেশি উপকারী। বগুড়ার শাজাহানপুর উপজেলার তিতখুর, গয়নাকুড়ি, নাদুরপুকুর, টেংগাগুরসহ আশপাশের প্রায় ২০ গ্রামে বেগুন চাষের ধুম পড়েছে।
বেগুন খেতে ওষুধ ছিটাচ্ছে এক কিশোর।
পচন ঠেকাতে বেগুনের পাতায় ছিটানো হয় ওষুধ।
বেগুন খেতে কাজ করে ক্লান্ত কৃষক লুৎফর রহমান। খেতের পাশে বসে জিরিয়ে নিচ্ছেন তিনি।
বেগুন খেত থেকে ঘাস তুলে বাড়িতে ফিরছেন এক কৃষক।
দিগন্ত জোড়া মাঠে বাড়ন্ত বেগুন গাছ।
বেগুন খেতের আগাছা পরিষ্কার করছেন কৃষক শরিফুল ইসলাম।
রোপণ করা বেগুন গাছ মরে গেছে। সেই স্থানে নতুন বেগুনের চারা রোপণ করা হচ্ছে।
বেগুন খেতের মাঝে রোপণ করা হয়েছে শিম গাছ।