Thank you for trying Sticky AMP!!

বেতের আসবাব

>

সিলেট নগরের ঘাসিটুলা এলাকায় ঐতিহ্যবাহী বেত-বুনন শিল্পের বেশ কয়েকটি দোকান এখনও টিকে আছে। বাজারে বেতের তৈরী আসবাবপত্রের চাহিদা রয়েছে। তবে বেত-বুননশিল্পীরা অর্থনৈতিকভাবে সহযোগিতায় না পাওয়ায় এই শিল্প পিছিয়ে পড়ছে।

সোফাসেট, মোড়া, চেয়ারের মতো ঘরের আসবাবপত্র তৈরি করেন বেত-বুননশিল্পীরা। বেতের আসবাবপত্রের ডিজাইনে আছে ভিন্নতা। এগুলো ঘরের সৌন্দর্যই বদলে দিতে পারে। দেখতে যেমন সুন্দর ব্যবহারেও তেমনি আরামদায়ক। ঘাসিটুলা এলাকায় একটি দোকানে তৈরি করা হচ্ছে বেতের চেয়ার। ঘাসিটুলা এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে নারীরাও বেত দিয়ে আসবাবপত্র তৈরি করেন। আর্থিকভাবে সহযোগিতা পেলে এই শিল্পে ব্যাপক সম্ভাবনা আছে।

বেতের আসবাবপত্র তৈরির কাজ চলছে।
বেতের তৈরি এসব মোড়া কম-বেশি সবার পছন্দ।
বেত দিয়ে মোড়া থেকে শুরু করে সব আসবাবই তৈরি হয়।
সুন্দর সুন্দর বেতের ঝুড়ি।
দোকানে তৈরি হচ্ছে বেতের চেয়ার। ঘাসিটুলা এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে নারীরা বেত দিয়ে আসবাবপত্র তৈরি করেন।
বেতের ল্যাম্পের সৌন্দর্যও আলাদা।
নারীদের তৈরি বেতের মোড়া। আর্থিকভাবে সহযোগিতা পেলে এই শিল্পে ব্যাপক সম্ভাবনা আছে।