Thank you for trying Sticky AMP!!

বেবিচকের দুই প্রকৌশলীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক)

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দুই প্রকৌশলীর অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানের পর তিন প্রকৌশলীসহ তাঁদের স্ত্রী, নির্ভরশীলদের সম্পদের হিসাব চেয়েছে কমিশন।

এ বিষয়ে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন দুজনকে পৃথক নোটিশ পাঠান। তাঁরা হলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (কুর্মিটোলা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদুল ইসলাম ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস ভূঁইয়া (সিভিল অ্যাভিয়েশন-২)।

বুধবার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) শফিউল্লাহ প্রথম আলোকে এ তথ্য জানান।

নোটিশে বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদুল ইসলামকে তাঁর নিজের, স্ত্রীর এবং তাঁদের ওপর নির্ভরশীলদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে দুদকে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

মাকসুদুল ইসলাম বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের পরিচালকের দায়িত্বে আছেন।
পৃথক নোটিশে সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস ভূঁইয়াকে নিজের, তাঁর দুই স্ত্রী মরিয়ম নেছা ও মারুফা আক্তার এবং তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দুদকের নির্ধারিত ছকে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।