বোরোতে লোকসান, আউশে ঝুঁকছেন কৃষক

>

বোরো চাষে লোকসানে পড়েছেন অনেক কৃষকই। বোরোর ক্ষতি পোষাতে এবার আউশ ধান চাষে ঝুঁকছেন কৃষকেরা। জমি তৈরি, মই দেওয়া, চারা তোলা, চারা রোপণসহ কৃষকের এখন কত কাজ। কৃষকেরা জানিয়েছেন, জমিতে কম সেচে এ ধান চাষ হয়। কম সার ও কীটনাশক প্রয়োগ করতে হয় বলে এ ধান চাষে তুলনামূলক খরচ কম, লাভ বেশি। বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা এলাকার পাশাপাশি গ্রাম নান্দিয়ারপাড়া ও ইসলামপুরের কৃষকেরাও আউশ ধান চাষে ব্যস্ত।

আউশ ধান রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন এক কৃষক।
আউশ ধান রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন এক কৃষক।
জমিতে কাজে ব্যস্ত কৃষক।
আউশ ধান রোপণের আগে মই দিয়ে জমি সমান করতে হয়। জমিতে মই দিতে এসেছে এই শিশু।
আউশ ধানের চারা রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে জমিতে মই দেওয়া হচ্ছে।
দল বেঁধে তোলা হচ্ছে আউশ ধানের চারা।
আউশ ধানের খেতের আইলে দুরন্তপনায় মেতে উঠেছে দুই শিশু।
আউশের চারা রোপণে সুশৃঙ্খলভাবে চারা রোপণ করছেন কৃষক।
পরিপাটি জমিতে আউশ ধানের চারা রোপণ করছেন কৃষকেরা।