Thank you for trying Sticky AMP!!

ভূমধ্যসাগরে আটকে থাকা ৬৪ বাংলাদেশি দেশে ফিরতে রাজি

প্রতীকী ছবি

প্রায় দুই সপ্তাহ ভূমধ্যসাগরে একটি পণ্যবাহী জাহাজে আটকে থাকা ৬৪ বাংলাদেশি দেশে ফিরতে রাজি হয়েছেন। তবে বাংলাদেশের কাছ থেকে ট্রাভেল পাস (ভ্রমণের অনুমতিপত্র) না পেলে তাঁদের কূলে ভিড়তে দেবে না তিউনিসিয়ার কর্তৃপক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক চিরঞ্জীব সরকার গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান।

গত ৩১ মে থেকে ভূমধ্যসাগরে আটকে পড়া ওই ৬৪ বাংলাদেশি এত দিন পর্যন্ত বাংলাদেশে আসতে অপারগতা জানিয়ে আসছিলেন। শুরু থেকেই ইউরোপ যাওয়ার সুযোগ করে দিতে তাঁরা তিউনিসিয়ার উপকূলীয় রক্ষী ও রেড ক্রিসেন্টের প্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে আসছিলেন। সেটি সম্ভব না হলে তিউনিসিয়ায় কাজ করার সুযোগ করে দিতে বলেছিলেন তাঁরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী ওই বাংলাদেশিদের সঙ্গে কথা বলে দেশে ফিরে আসার বিষয়ে তাঁদের রাজি করিয়েছেন। গত রোববার তিনি তিউনিসিয়ার উপকূলীয় শহর জারজিস থেকে ১০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে ভেসে থাকা পণ্যবাহী জাহাজে গিয়ে ৬৪ বাংলাদেশির সঙ্গে কথা বলেন।