Thank you for trying Sticky AMP!!

ভোটের প্রচারে জীবন্ত প্রাণী নয়

নির্বাচন কমিশন ভবন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় জীবন্ত কোনো প্রাণী ব্যবহার করা যাবে না। এই বিধান যুক্ত করে সংসদ নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালার সংশোধনী অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার বিকেলে ইসির সভায় এই সংশোধনী অনুমোদন করা হয়।

সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ ছাড়া পোস্টারের সংজ্ঞা থেকে কাপড় বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচনে কেউ কাপড়ের তৈরি পোস্টার ব্যবহার করতে পারবে না। এ দুটি বিষয় ছাড়া আর কোনো পরিবর্তন বা সংশোধন আনা হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা নিয়ে বৈঠকে বলা হয়, এটি আরও পর্যালোচনা করে পরবর্তীতে চূড়ান্ত করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ইসি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ইসি তফসিল ঘোষণার অনুমতি নেবে।