Thank you for trying Sticky AMP!!

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে চীনা শ্রমিকদের উদ্ধার করেছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গাগা এলাকায় সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণ থেকে চীনের একটি শ্রমিক দলকে উদ্ধার করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। এ জন্য চীনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর গাগার একটি সোনার খনিতে হামলার ঘটনা ঘটে। সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালিয়ে ওই খনির ছয়টি গাড়ি লুট করে। হঠাৎ ঘটা ওই ঘটনায় খনিতে নিয়োজিত ৩২ চীনা শ্রমিক খনি এলাকা হতে পালাতে থাকেন। এ অবস্থায় বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি টহল দলের শরণাপন্ন হন তাঁরা। বাংলাদেশি টহল দল তাঁদের উদ্ধার করে নিজেদের ক্যাম্পে আশ্রয় দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি শান্তিরক্ষীরা চীনের ওই শ্রমিকদের প্রয়োজনীয় খাদ্য, পানীয় ও চিকিৎসা সহায়তা দেন। এই ঘটনায় জাতিসংঘে নিয়োজিত চীনের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশি শান্তিরক্ষীদের ধন্যবাদ জানিয়ে প্রশংসাপত্র পাঠান।