
মিরপুর ১৪ নম্বরে ভাষানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তিতে আগুন লেগেছে। বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের ৫টা ইউনিট কাজ শুরু করে। আগুন বাড়তে থাকলে রাত ২টার পর আরও ৩টা ইউনিট যুক্ত হয়।
সিআরপি হাসপাতালের পাশে ওই বস্তিতে প্রায় ১ লাখের মতো বাসিন্দা আছে বলে জানিয়েছেন স্থানীয় রোকন উদ্দিন নামের একজন।