Thank you for trying Sticky AMP!!

মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন জামায়াতের আজহারুল

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। ফাইল ছবি

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম তাঁর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন। শুক্রবার সকালে কারাগারে দেখা করতে আসা তাঁর আইনজীবীদের কাছে ওই অভিমত ব্যক্ত করেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে পাঁচ আইনজীবী এ টি এম আজহারুলের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় তিনি আইনজীবীদের কাছে তাঁর বিরুদ্ধে আদালতের রায়ের রিভিউ করার পক্ষে মত দিয়েছেন। আইনজীবীরা প্রায় ১৫ মিনিট কারাগারে আজহারের সঙ্গে কথা বলেন। এ সময় এ টি এম আজহারুলের পরিবারের কোনো সদস্য ছিলেন না বলে জানান জেলার বিকাশ রায়হান।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন তিনি। এই আপিলের ওপর গত ১৮ জুন শুনানি শুরু হয়। ষষ্ঠ দিনে গত ১০ জুলাই শুনানি শেষ হয়। গতকাল আপিল বিভাগও মৃত্যুদণ্ডদেশ বহাল রেখে রায় ঘোষণা করেন। মুক্তিযুদ্ধের সময় রংপুরের আলবদর নেতা ছিলেন এ টি এম আজহার।

আরও পড়ুন:
আজহারুলের মৃত্যুদণ্ড বহাল