Thank you for trying Sticky AMP!!

মেয়াদোত্তীর্ণ খেজুর আর পচা কমলা জব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর ও পচা কমলা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মুন ট্রেডার্স থেকে মেয়াদোত্তীর্ণ ১০০ মণ খেজুর এবং ভাই ভাই ফল ভান্ডার থেকে আট মণ পচা কমলা জব্দ করেন।

উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খেজুর ও পচা কমলা ধ্বংস করা হয়। মেয়াদোত্তীর্ণ খেজুর সরবরাহের দায়ে মুন ট্রেডার্সের মালিক জুলফিকার আনামকে ৩০ হাজার টাকা এবং পচা কমলা সরবরাহের দায়ে ভাই ভাই ফল ভান্ডারের মালিক আবদুল লতিফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাটিকুমরুল এলাকায় ঢাকা থেকে আসা মেয়াদোত্তীর্ণ খেজুর এবং নাটোর থেকে আসা পচা কমলা মজুত করা আছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই ব্যবসায়ীর গুদামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। রমজান মাস সামনে রেখে উল্লাপাড়ায় কোনো চক্র যেন ভেজাল খাদ্যদ্রব্য সরবরাহ করতে না পারে, সে জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানানো হয়েছে।