
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নতুন বাজারে কাঁঠালের গাড়ি থেকে বিপন্ন প্রজাতির বড় লাল চোখের একটি সাপ উদ্ধার করা হয়েছে। এটি ‘আইড ক্যাট স্নেক’ নামে পরিচিত। এটি একটি মৃদু বিষধর সাপ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাপটি উদ্ধার করা হয়।
পরে সাপটিকে বিকেলে কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের জানকি ছড়ায় অবমুক্ত করা হয়।
শ্রীমঙ্গলে অবস্থিত বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকা থেকে ট্রাকে করে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে কাঁঠাল নিয়ে আসা হয়েছিল। শ্রমিকেরা যখন ট্রাক থেকে কাঁঠাল নামাচ্ছিলেন, তখন তাঁদের চোখে সাপটি ধরা পড়ে। এতে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেন। একপর্যায়ে স্থানীয় লোকজন বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্থলে ছুটে যান।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘সাপটি আমি এর আগে আর দেখিনি। বড় বড় লাল চোখের সাপ। পরে প্রাণী বিশেষজ্ঞ একাধিকজনের কাছে সাপটি পাঠিয়েছি। তাঁরা জানিয়েছেন, এটি একটি বিপন্ন ও মৃদু বিষধর সাপ। সাপটিকে অবমুক্ত করে দেওয়া হবে।’
সাপটি তখন কাঁঠালের আড়ালে লুকিয়ে যায়। পরে কাঁঠাল সরিয়ে সাপটি উদ্ধার করা হয়। এটি ‘আইড ক্যাট স্নেক’ নামে পরিচিত। স্থানীয়ভাবে সাপটির বাংলা নামকরণ করা হয়নি। উদ্ধারের পর এটিকে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়েছে।
এটি একটি বিরল ও বিপন্ন প্রজাতির এবং মৃদু বিষধর সাপ। এটিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।